অর্থনীতি

সূচক বাড়লেও কমেছে লেনদেন

অব্যাহত দরপতনের পর সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার ঘুরে দাঁড়িয়েছে দেশের পুঁজিবাজার। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক বাড়লেও কমেছে টাকার অংকে লেনদেনর পরিমাণ। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।এর আগে গত ১৯ এপ্রিল থেকে ধারাবাহিক দরপতন হচ্ছে পুঁজিবাজারে। টানা পাঁচ কার্যদিবস দরপতনের পর ২৭ এপ্রিল কিছুটা সূচক বাড়লেও এরপর টানা তিন কার্যদিবস দরপতন হয় দুই স্টক এক্সচেঞ্জে। গতকাল ডিএসইতে প্রধান সূচক চার হাজার পয়েন্টের নিচে চলে যায়।মঙ্গলবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ১৪ পয়েন্টে অবস্থান করছে। এছাড়াও ডিএস৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৫২২ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১৪ পয়েন্ট বেড়ে ৯৮৭ পয়েন্টে অবস্থান করছে।মঙ্গলবার লেনদেন হওয়া প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ২১৪টির দাম বেড়েছে, কমেছে ৭০টির আর অপরিবর্তিত রয়েছে ২৭টি প্রতিষ্ঠানের শেয়ারের।টাকায় লেনদেন হয়েছে ৩২৭ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা গত দিনের চেয়ে বেড়েছে ৩ কোটি টাকা কম। গত কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল ৩৩০ কোটি টাকা।দেশের অপর শেয়ারকাজার সিএসইতে সিএসসিএক্স সূচক ৮০ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৫১৪ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে মোট ২২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে।এর মধ্যে দর বেড়েছে ১৪৬টির, কমেছে ৫১টির আর অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৫ কোটি টাকা।উল্লেখ্য, রোববার বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে সরকারি ছুটির দিন বন্ধ ছিল পুঁজিবাজার।এসআই/বিএ/আরআইপি

Advertisement