সাহিত্য

১২ মে একশ’ কবির কণ্ঠে কবিতা পাঠ

১০০ কবির কণ্ঠে চেতনায় জয় বাংলা কবিতা পাঠের আসর ও দাগ সাহিত্য পুরস্কার ২০১৭ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Advertisement

আগামী ১২ মে (শুক্রবার) বিশ্ব সাহিত্য কেন্দ্রে দাগ’র সহযোগিতায় রবীন্দ্র জার্নাল এ অনুষ্ঠানের আয়োজন করেছে।

অনুষ্ঠান উদ্বোধন করবেন বাংলা একাডেমির মহাপরিচালক ড. শামসুজ্জামান খান। প্রধান অতিথি থাকবেন বিশ্বকবি রবীন্দ্রনাথ কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের চেয়ারম্যান ও রবীন্দ্র জার্নালের সম্পাদক মো. ইসরাফিল আলম এমপি।

সভাপতিত্ব করবেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করবেন নাহিদা আশরাফী। সার্বিক তত্ত্বাবধায়নে দাগ সম্পাদক মিজানুর রহমান বেলাল এবং নির্বাহী সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল।

Advertisement

একই সঙ্গে দাগ সাহিত্য পুরস্কার ২০১৭ প্রদান করা হবে। এতে পুরস্কারপ্রাপ্ত কবি-লেখক ছাড়াও দেশ-বিদেশের শতাধিক নির্বাচিত কবি উপস্থিত থাকবেন।

এসইউ/জেআইএম