একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার নিয়ে বৃহস্পতিবার (১১ মে) বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)। এদিন কমিশনের সামনে ইভিএম কার্যক্রমের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরা হবে। বৈঠকে ইসি অনুমতি দিলে এ নিয়ে কাজ শুরু করবে সংশ্লিষ্টরা।
Advertisement
নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, দেশ যখন ডিজিটালের পথে এগোচ্ছে তখন নির্বাচন ব্যবস্থাপনাও ডিজিটাল করার দিকে যেতে হবে। আগামীতে এ পদ্ধতি চালুর চিন্তাভাবনা করতে হবে। তাই নতুন নির্বাচন কমিশনের সামনে ইভিএম প্রযুক্তির বিভিন্ন দিক উপস্থাপন করা হবে। কমিশনই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
এইচএস/এমএমজেড/এএইচ/জেআইএম
Advertisement