বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চিকিৎসার জন্য ছয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল কর্তৃপক্ষ।মঙ্গলবার বেলা ১১টার দিকে বিএনপির এই নেতাকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে বিএসএমএমইউ হাসপাতালে নেওয়া হলে তার স্বাস্থ্য পরীক্ষার জন্য এ বোর্ড গঠন করা হয়। হাসপাতালের পরিচালক আবদুল মজিদ ভূঁইয়া বলেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য মির্জা ফখরুলকে এখানে আনা হয়েছে। গুরুতর কোনো সমস্যার কথা জানাননি তিনি। তাকে দেখার জন্য ছয় সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।কারা চিকিৎসক মো. আনোয়ার হোসেন সকালে বলেন, মির্জা ফখরুলের ইন্টারনাল করোটিড আর্টারি (মাথায়) ব্লক রয়েছে। এছাড়া পেটের সমস্যা, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও হৃদ্রোগে ভুগছেন তিনি। তাকে ভাস্কুলার সার্জন, নিউরোলজিস্ট, গ্যাস্ট্রো এন্টেরোলজিস্ট ও কার্ডিওলজিস্ট দেখানো দরকার।এমএম/এএইচ/এমএস
Advertisement