জাতীয়

দুর্নীতির দুই মামলায় খালেদার সময় আবেদন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতেই জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। রাজধানীর বকশিবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গনে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে এ শুনানি চলছে। মামলার বাদী ও প্রথম সাক্ষী দুদকের উপ-পরিচালক হারুন-অর-রশিদ সাক্ষ্য দিচ্ছেন। এর আগে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দুই আসামির পক্ষে তাকে জেরা শেষ করেছেন আসামিপক্ষের আইনজীবী। ওই মামলায়ও বাদী ও প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছিলেন হারুন-অর-রশিদ।  এদিকে খালেদা জিয়া এ দুই মামলায় হাজিরা দিতে আদালতে না গিয়ে শুনানি পেছাতে তার আইনজীবীদের মাধ্যমে যে সময়ের আবেদন জানান, সেটির শুনানি পরে হবে বলে জানিয়েছেন আদালত।জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ওই দুই দুর্নীতি মামলার বিচারিক কার্যক্রম চলছে অস্থায়ী ওই আদালতে। মামলা দু’টির সাক্ষ্যগ্রহণ ও সাক্ষীকে জেরার দিন ধার্য ছিল মঙ্গলবার। তবে সকাল সাড়ে ১০টার দিকে আদালতের কার্যক্রম শুরু হওয়ার পর খালেদা জিয়া আসছেন না বলে জানিয়ে সাক্ষ্যগ্রহণ পেছাতে সময়ের আবেদন জানান তার আইনজীবীরা। এ সময় আদালত আসামির অনুপস্থিতিতেও জেরা ও সাক্ষ্যগ্রহণ চলতে পারে বলে জানিয়ে তা শুরুর আদেশ দেন।বিএ/এমএস

Advertisement