ক্রেতার সঙ্গে প্রতারণা করার দায়ে অনলাইনে পণ্য বেচা-কেনার প্রতিষ্ঠান বিদেশিশপ ডটকমকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
Advertisement
মঙ্গলবার শুনানিতে গ্রাহকের অভিযোগ প্রমাণিত হওয়ায় এ জরিমানা করা হয় বলে অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল জাব্বার মন্ডল জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
অধিদফতর সূত্রে জানা গেছে, রাজধানীর ঝিগাতলার বাসিন্দা তারেক মাহমুদ গত ১৭ এপ্রিল বিদেশিশপ ডটকমে দুই হাজার ২৫০ টাকা মূল্যের একটি ফ্লোর ক্লিনার মডার্ন স্পিন মপ কেনার অডার দেন। প্রতিষ্ঠানটি তাকে নির্ধারিত মূল্যের পণ্য না দিয়ে এক হাজার ৯৫০ টাকা মূল্যের পণ্য দেয়।
বিষয়টি সমাধান না করায় তারেক মাহমুদ গত ২৫ এপ্রিল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে অভিযোগ দায়ের করেন। পরে তার অভিযোগের প্রেক্ষিতে ২ মে প্রতিষ্ঠানটিকে চিঠি দেয় অধিদফতর। চিঠি পেয়ে ৫ মে পণ্যটি পরিবর্তন করে দেয় প্রতিষ্ঠানটি। তবে অভিযোগের পর পণ্য পরিবর্তন করে দিয়েছে। যা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের পরিপন্থী।
Advertisement
জরিমানার অর্থ আগামী পাঁচদিনের মধ্যে অধিদফতরে পরিশোধ করতে হবে। জরিমানার টাকার ২৫ শতাংশ অর্থাৎ দুই হাজার ৫০০ টাকা পুরস্কার হিসেবে অভিযোগকারীকে প্রদান করা হবে।
এসআই/বিএ