আন্তর্জাতিক

ত্রিপুরায় দুই লাখ ডলারসহ চার বাংলাদেশি গ্রেফতার

ভারতের ত্রিপুরার বাংলাদেশ সীমান্তের কাছে দুই লাখ মার্কিন ডলারসহ (এক কোটি ৬৫ লাখ ৭২ হাজার ৯৬০ টাকা) চার বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার বিএসএফ ওই চার বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেয়া এক টুইটে জানিয়েছে।

Advertisement

এতে বলা হয়েছে, ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে ৪৫ কিলোমিটার দূরে শ্রীমন্তপুর ভূমি কাস্টমস স্টেশনের কাছে অবৈধ মুদ্রাসহ চার বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে দুই লাখ তিন হাজার ১০০ মার্কিন ডলার জব্দ করা হয়।

এর আগে গত শনি ও রোববার দেশটির কর্ণাটক রাজ্য থেকে আরো ১২ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে পুলিশ। এই বাংলাদেশিরা রাজ্যের মাংসের দোকানে কাজ করছিলেন। বৈধ কাগজপত্র না থাকায় তাদের গ্রেফতার করা হয়েছে বলে রাজ্য পুলিশ জানিয়েছে।

Advertisement

সূত্র : আইবি টাইমস।

এসআইএস/আরআইপি