বিনোদন

শাকিবের কোনো অভিযোগ পায়নি এফডিসি কর্তৃপক্ষ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে শাকিব খানের উপর হামলার পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার থানায় অভিযোগ করেছেন দেশসেরা নায়ক।

Advertisement

পাশাপাশি গণমাধ্যমে বেশ কিছু প্রশ্ন তুলেন শাকিব। তার একটি প্রশ্ন ছিলো এফডিসি কর্তৃপক্ষের কাছে। তিনি বলেন, ‘পুরো এফডিসি সিসি ক্যামেরার আওতায় আছে। তাহলে কেন ওই রাতের ঘটনায় দোষীদের এখন আইনের আওতায় আনা হচ্ছে না? এফডিসির ভেতর এমন একটি ঘটনা ঘটার পরও এফডিসি কর্তৃপক্ষের মুখ বন্ধ রাখা নিয়েও প্রশ্ন তুলেছেন শাকিব।

শাকিবের এই প্রশ্নের জবাব (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ জানান, ‘শাকিব খান আমাকে কোনো অভিযোগ দেননি যে তাকে হামলা করা হয়েছে। আমি গণমাধ্যমের কাছে শুনেছি। যেহেতু শাকিব আমাদের কাছে কোনো মৌখিক বা লিখিত অভিযোগ দেননি সেহেতু আমি কোনো মন্তব্যও করতে পারি না। আমি আপনাদের কাছ থেকেই শুনছি।’

সিসি টিভির ফুটেজ সম্পর্কে এফডিসির এই কর্মকর্তা বলেন, ‘আমরা এফডিসিতে ক্যামেরা লাগিয়েছি, যেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে পুলিশ ভিডিও দেখে শনাক্ত করতে পারে। আমি শুনেছি, শাকিব খান গত রাতে থানায় জিডি করেছেন। এখন এ বিষয়ে তদন্ত করার সময় পুলিশ অবশ্যই আমাদের কাছে সিসি ক্যামেরার ফুটেজ চাইতে পারে। যদি তারা চায় আমরা সরবরাহ করব। কিন্তু শিল্পী বা কলাকুশলীদের শাস্তি আমরা দিতে পারি না।’

Advertisement

তিনি আরও বলেন, ‘আর এফডিসির ভেতরে নিরাপত্ত নেই এটা ঠিক নয়। এফডিসির ভেতের সাধারণত চলচ্চিত্রের মানুষেরাই আনাগোনা করেন। তাদের উচিত নিজেদের জন্যই এর পরিবেশ সুন্দর রাখা।’

প্রসঙ্গত, ভোট গণনা চলাকালীন শুক্রবার রাত দেড়টায় ভোট কেন্দ্রে প্রবেশ নিয়ে হামলার শিকার হন নায়ক শাকিব খান। যার পরিপ্রেক্ষিতে সোমবার রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় অভিযোগ করেন শাকিব খান।

অভিযুক্তদের তালিকায় আছেন চিত্রনায়ক জায়েদ খান ও সাইমন সাদিকসহ আরও কয়েকজন।

এনই/এলএ

Advertisement