আফগানিস্তান সরকারের সঙ্গে তালেবানের শান্তি আলোচনা কোন অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে। বৈঠকে তালেবানরা সরকারকে স্পষ্ট করেই জানিয়ে দিয়েছে, বিদেশি সেনা চলে না যাওয়া পর্যন্ত শান্তিচুক্তি সম্ভব নয়। খবর এএফপি। বৈঠকে সরকারের পক্ষ থেকে যদিও যুক্তি দেখানো হয়েছে যে, বিদেশি সেনারা প্রায় সবই চলে গেছে। এখন যারা রয়েছে তারা আফগান বাহিনীর প্রশিক্ষক হিসেবে কাজ করছে। তালেবানরা হামলা বন্ধ করলে বাকিরাও চলে যাবে। গত শনিবার কাতারে দুই দিনব্যাপী শান্তি আলোচনায় বসে আফগান সরকার ও তালেবান গোষ্ঠি। সেখানে আফগান সরকারের ২০ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। অন্যদিকে, তালেবানদের আট সদস্যের একটি প্রতিনিধি দল আলোচনায় অংশ নেয়। এ ছাড়া যুক্তরাষ্ট্র, পাকিস্তান ও চীনা প্রতিনিধিরাও আলোচনায় অংশ নিয়েছে বলে জানা গেছে। তবে সেসব দেশের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি। এদিকে তালেবানদের সঙ্গে আফগান সরকারের আলোচনায় বসার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র ও পাকিস্তান। এএইচ/এমএস
Advertisement