সংযুক্ত আরব আমিরাতে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বুধবার দিবাগত রাতে পবিত্র শবে (লাইলাতুল) বরাত পালিত হবে। ১০ মে সূর্যাস্তের পর থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত সময় শবে বরাতের রাত হিসেবে গণ্য হবে।
Advertisement
আমিরাতের ধর্মপ্রাণ মুসলমানরা এ রাতে বিশেষ পূণ্যলাভের আশায় মিলাদ-মাহফিল, নফল নামাজ আদায়, জিকির ও কোরআন তেলাওয়াতে মশগুল থাকবেন।
মুসলমানদের কাছে লাইলাতুল বরাত অত্যন্ত মহিমান্বিত রজনী। হিজরি ১৪ শাবান দিনগত রাতকে তারা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে।
প্রতি বছরের মতো এবারও সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ, পাকিস্তান, ভারতসহ বিভিন্ন দেশের মুসলিম কমিউনিটি বুধবার সন্ধ্যার পর থেকে মসজিদ ও রেস্টুরেন্টের হলরুমে বিভিন্ন ধর্মীয় কর্মসূচি পালন করবেন।
Advertisement
অনেকে আল্লাহর নৈকট্য লাভের জন্য এ রাতে নফল নামাজ আদায় ও পরের দিন রোজা পালন করে থাকেন।
এমএমজেড/এনএফ/জেআইএম