আন্তর্জাতিক

গাজা পুনঃনির্মাণে ২০ বছর সময় লাগবে

ইসরাইলের বিমান হামলায় বিধ্বস্ত গাজা পুনঃনির্মাণে অন্তত ২০ বছর সময় লাগবে। যুদ্ধপরবর্তী পুনঃনির্মাণ সম্পর্কিত গবেষণার সঙ্গে জড়িত আন্তর্জাতিক সংস্থা শেল্টার ক্লাস্টার এ কথা বলেছে। শুক্রবার রাতে সংস্থাটি এ সম্পর্কিত একটি প্রতিবেদন প্রকাশ করেছে।নরওয়ে শরণার্থী কাউন্সিল পরিচালিত শেল্টার ক্লাস্টার জাতিসংঘের শরণার্থী সংস্থা ও রেডক্রসের সহায়তায় এই প্রতিবেদন তৈরি করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সদ্য সমাপ্ত এ যুদ্ধে গাজার ১৭ হাজার বাড়ি-ঘর ধ্বংস হয়েছে। এছাড়া ৫ হাজার ঘর-বাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় অন্তত ৭৫ হাজার বাড়ি-ঘরের ঘাটতি রয়েছে।সংস্থাটি বলেছে, গাজায় নির্মাণ সামগ্রী সরবরাহের ব্যাপারে ইসরাইল ও মিসরের পক্ষ থেকে যে নিষেধাজ্ঞা রয়েছে, তাতে গাজার বিধ্বস্ত বাড়ি-ঘর পুনঃনির্মাণে ২০ বছর সময় লাগবে। গাজার কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করছেন, বিধ্বস্ত বসতি পুনঃনির্মাণে ছয়শ কোটি ডলারের বেশি ব্যয় হবে। উল্লেখ্য, গাজায় সরাসরি কোনো নির্মাণ সামগ্রী সরবরাহের ওপর ইসরাইলের নিষেধাজ্ঞা রয়েছে। কারণ তেলআবিবের (ইসরাইলের রাজধানী) আশঙ্কা, গাজাবাসী এসব নির্মাণ সামগ্রী দিয়ে বিভিন্ন যুদ্ধাস্ত্র কিংবা সীমান্ত পারাপারের সরু টানেল তৈরি করবে।শেল্টার ক্লাস্টার বলেছে, বর্তমানে ইসরাইল গাজায় যে পরিমাণ নির্মাণ সামগ্রী সরবরাহের অনুমতি দেয় সে হিসাবের ওপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। তবে ইসরাইল যদি শর্ত শিথিল করে সেক্ষেত্রে সময় কম লাগতে পারে। ২০০৭ সালে হামাস গাজার ক্ষমতা নেয়ার পর ওই নিষেধাজ্ঞা আরোপ করে ইসরাইল।

Advertisement