প্রচণ্ড গরমে রাজধানীসহ সারা দেশে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে এ রোগে আক্রান্তের সংখ্যা ৬৫৭ জন। রাজধানীর কলেরা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে প্রতিদিন বাড়ছে ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের ভিড়। প্রচণ্ড গরমের কারণে মানবদেহে সৃষ্ট পানি শূন্যতায় বিপুলসংখ্যক রোগী এ রোগে আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।স্বাস্থ্য অধিদফতরের ন্যাশনাল হেলথ ক্রাইসিসি ম্যানেজমেন্ট সেন্টার ও কন্ট্রোলরুমের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডায়রিয়ার আক্রান্তের সংখ্যা ৬৫৭ জন। গত সাত দিনে এই সংখ্যা ছিল ৪ হাজার ৬৩৭ জন। গত ৩০ দিনে সারা দেশে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ১৮৫ জন এবং গত চার মাসে আক্রান্তের সংখ্যা এক লাখ ৩৮ হাজার ৪০ জন। ন্যাশনাল হেলথ ক্রাইসিসি ম্যানেজমেন্ট সেন্টার ও কন্ট্রোলরুমের তথ্য মতে, গত চার মাসে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৩ জন।রাজধানীর কলেরা হাসপাতাল সূত্রে জানা গেছে, বছরে দুবার ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দেয়। একটি গ্রীষ্মে অপরটি শীতে। বর্তমানে চলছে গ্রীষ্মকালীন ডায়রিয়া। এ সময় সাধারণত অতিরিক্ত গরমের কারণে শরীরে পানি শূন্যতা দেখা দেয়। এই পানি শূন্যতাই এ সময়ের ডায়রিয়ার মূল কারণ। সূত্র জানায়, এপ্রিলের শুরু থেকে হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত রোগী আসতে শুরু করেছে। তারা এক, দুদিন থেকে সুস্থ হয়ে ফিরে যাচ্ছে। এখন পর্যন্ত মারাত্মক ডায়রিয়ায় আক্রান্ত কোনো রোগীর খবর পাওয়া যায়নি। এছাড়া এবারের আবহাওয়াটা কিছুটা অস্বাভাবিক হওয়ায় তুলনামূলক রোগী কম দেখা যাচ্ছে। অবশ্য আগাম সতর্কতা হিসেবে একটি নতুন আরেকটি তাঁবু ইতিমধ্যে কলেরা হাসপাতাল প্রাঙ্গণে স্থাপন করা হয়েছে।কলেরা হাসপাতালের ডায়রিয়া ডিজিজেস ইউনিটের সিনিয়র মেডিকেল অফিসার ডা. এসএম রফিকুল ইসলাম বলেন, এই সময়ে ডায়রিয়া সাধারণত গ্রীষ্মকালীন তাপমাত্রা বৃদ্ধিজনিত কারণে হয়ে থাকে। এটি সাধারণ একটা সমস্যা। একটু সচেতন হলে আর এ রোগে আক্রান্ত হওয়ার ভয় থাকে না। এএইচ/এমএস
Advertisement