ওয়েস্ট ইন্ডিজের সাথে ইংল্যান্ডের টেস্ট হারের পর টেস্ট র্যাষঙ্কিংয়ের তিনে উঠে এসেছে পাকিস্তান। তবে এ অবস্থা ধরে রাখতে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে জিততে হবে পাকিস্তানের। সোমবার আইসিসির প্রকাশিত সর্বশেষ টেস্ট র্যাঙ্কিংয়ে এ তথ্য উঠে এসেছে। রোববার ক্যারিবীয়দের কাছে বিশাল ব্যবধানে টেস্ট হারে ইংল্যান্ড। এতে টেস্ট র্যাঙ্কিংয়ে চার নম্বর অবস্থানে চলে যায় তারা। তিনে উঠে আসে পাকিস্তান। তিন নম্বর অবস্থানে থেকে ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু করেছিল ইংলিশরা। ৭৬ পয়েন্ট নিয়ে ক্যারিবীয়দের তখন অবস্থান ছিল অস্টম। বাংলাদেশ সফরকারী পাকিস্তান বুধবার মিরপুরে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে টাইগারদের মুখোমুখি হবে।তাদের তিন নম্বর অবস্থান ধরে রাখতে হলে অবশ্যই জিততে হবে বাংলাদেশের বিপক্ষে। সেটি করতে পারলে মিসবাহ-উল হকের দল ১০২ পয়েন্ট নিয়ে ইংলিশদের ওপরে থাকবে। আর টাইগারদের বিপক্ষে হারলে তিনে উঠে আসবে ইংল্যান্ড, পাঁচে থাকবে নিউজিল্যান্ড।এমআর/আরআইপি
Advertisement