প্রবাস

হাইকমিশনে তালা লাগানোর ঘটনা অতিরঞ্জিত : হাইকমিশনার শহিদুল

মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে তালা লাগানোর ঘটনা অতিরঞ্জিত। হাইকমিশনে প্রবাসীদের সেবা অব্যাহত রয়েছে।

Advertisement

দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শহিদুল ইসলাম এ কথা বলেছেন।

তিনি বলেন, সোমবার সেবা প্রত্যাশীদের ভিড় সামাল দিতে কুয়ালালামপুরের জালান পাহাং রোডে অবস্থিত হাইকমিশনের  নিরাপত্তারক্ষীদের সঙ্গে ভবন মালিকের নিরাপত্তা রক্ষীদের ভুল বোঝাবুঝি হয়। এ ঘটনার প্রেক্ষিতে হাইকমিশন কার্যালয়ের পেছনের দরজা সাময়িক বন্ধ করে দেয়া হয়। পরবর্তীতে তা স্বাভাবিক হয়।

হাইকমিশনার মো. শহিদুল ইসলাম বলেন, মালয়েশিয়ার শ্রমবাজারে প্রবাসী বাঙালিদের সুষ্ঠুভাবে নানা সেবা দিতে এ ভবনটি ভাড়া নেয়া হয়েছে; যেখানে চলছে হাইকমিশনের কার্যক্রম।

Advertisement

সম্প্রতি মালয়েশীয় সরকার অবৈধ বাংলাদেশিদের পুনরায় শুনানি ও ই-কার্ডের আওতায় এনেছে। চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে অবৈধ বাংলাদেশিদের বৈধকরণের নির্দেশনা রয়েছে।

ফলে স্বাভাবিক কাজকর্মের পাশাপাশি `অবৈধ’ শ্রমিকরাও প্রতিনিয়ত ভিড় করেন হাইকমিশন কার্যালয়ে। পাসপোর্টসহ বৈধ হওয়ার নানা প্রক্রিয়া সম্পন্ন করছেন তারা।

তবে অভিযোগ রয়েছে, অবৈধভাবে মালয়েশিয়ায় আসা প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের ‘অসহায়ত্বে’র সুযোগ নিয়ে দালালচক্র তাদের সঙ্গে সেবার নামে প্রতারণা করছে।

দালাল চক্রের হাত থেকে নিস্তার পেতেও হাইকমিশন কাজ করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

Advertisement

এমআরএম/এমএমএ/এমএস