অর্থনীতি

বিনিয়োগকারীদের দ্রুত সেবা দেবে ওয়ান স্টপ সার্ভিস

দ্রুত সেবা নিশ্চিতে বিনিয়োগকারী-উদ্যোক্তাদের দীর্ঘ দিনের প্রত্যাশার ‘ওয়ান স্টপ সার্ভিস আইন-২০১৭’ এর খসড়ার অনুমোদন দিয়েছে সরকার। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

Advertisement

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ২৭টি প্রতিষ্ঠান এক সঙ্গে ওয়ান স্টপ সার্ভিসে সমন্বিতভাবে কাজ করবে। নতুন আইনে ওয়ান স্টপ সার্ভিস কর্তৃপক্ষ গঠনের কথা বলা হয়েছে। বিনিয়োগকারী-উদ্যোক্তাদের যে কোনো প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় সব ধরনের সেবা যেমন, প্রণোদনা, অনুমতি, লাইসেন্স, পারমিট, ছাড়পত্র নির্দিষ্ট সময়ের মধ্যে প্রদান করবে।

ওয়ান স্টপ সার্ভিস আইনের আওতায় বিনিয়োগকারীরা প্রাথমিকভাবে পাবেন গুরুত্বপূর্ণ ১৬টি সেবা, পরে সেবার সংখ্যা আরো বাড়ানো হবে। আইনটি কার্যকর হলে দেশে বিনিয়োগ পরিবেশ আরো সহজ হবে। দেশি-বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে আকৃষ্ট হবেন বলে আশা করছে সরকার।

দেশি-বিদেশি বিনিয়োগকারীরা কার্যকর ওয়ান স্টপ সার্ভিস সেবা নিশ্চিত করতে অনেক দিন ধরেই তাগিদ দিয়েছেন। কিন্তু বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠান নিজস্ব আইন ও বিধি দ্বারা পরিচালিত হয়ে থাকে। বাংলাদেশে ওয়ান স্টপ সার্ভিস দ্রুততরভাবে দেওয়ার কোনো আইনি বাধ্যবাধকতা নেই। কোনো মন্ত্রণালয় বা দফতর দ্রুত সেবা নিশ্চিত না করলে তার প্রতিকারের জন্যও কোনো আইন নেই। এর পরিপ্রেক্ষিতে এটাকে একটি আইন কাঠামোয় আনতে ওয়ান স্টপ সার্ভিস নিশ্চিত করতে সরকার নতুন এই আইন প্রণয়নের সিদ্ধান্ত নেয় বলে প্রধানমন্ত্রী কার্যালয় সূত্রে জানা গেছে।

Advertisement

এমইউএইচ/এআরএস/পিআর