মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যার প্রতিবাদে ইসলামী ছাত্রসেনার ডাকে রবিবার সকাল ৬টা থেকে দেশব্যাপী অর্ধদিবস হরতাল শান্তিপূর্ণভাবে চলছে। আওয়ামী লীগ সরকারের দ্বিতীয় মেয়াদে এটিই প্রথম দেশব্যাপী হরতাল।হরতালের সমর্থনে সকালে ছাত্রসেনার নেতাকর্মীরা রাজধানীর পল্টন, মতিঝিল, খামারবাড়ী, টেকনিক্যাল ও ধূপখোলায় মিছিলের চেষ্টা করেছেন। ধূপখোলা থেকে ছাত্রসেনার ৩ কর্মীকে আটকের পর পুলিশ ছেড়ে দিয়েছে বলে জানিয়েছেন, ছাত্রসেনা ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক ইমরান হোসেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত রাজধানীর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। হরতাল চলবে দুপুর ২টা পর্যন্ত। হরতালের কারণে রাজধানীর রাস্তায় প্রাইভেটকার চলাচল কম থাকলেও গণপরিবহন চলাচল করছে।গত বুধবার রাতে রাজধানীর পূর্ববাজারের একটি ফ্ল্যাটে বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের উপস্থাপক ও ইসলামিক ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য মওলানা নুরুল ইসলামকে খুন করে দুর্বৃত্তরা। এ ঘটনায় এখন পর্যন্ত এক নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতেরও নেতা ছিলেন।এ ঘটনায় ওই দিন রাতেই রবিবার সারাদেশে অর্ধদিবস হরতালের হুঁশিয়ারি দেয় ইসলামী ছাত্রসেনা। এরপর শনিবার বিকেলে ফকিরাপুলে একে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে হরতালের ঘোষণা দেন ইসলামী ছাত্রসেনার সভাপতি নুরুল হক চিশতী। তবে দেশের বন্যা কবলিত জেলাগুলো হরতালের আওতামুক্ত ঘোষণা করা হয়।এদিকে ছাত্রসেনার হরতালে অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রাজধানীর বিভিন্ন মোড়ে ও স্পর্শকাতর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Advertisement