পুঁজিবাজারে তালিকাভুক্ত বেসরকারি মোবাইল ফোন অপারেটর গ্রামীণ ফোনের (জিপি) নতুন চেয়ারম্যান হয়েছেন পিটার বোর ফুরবার্গ এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হয়েছেন মিশেল ফলে।
Advertisement
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
ডিএসই জানিয়েছে, জিপি কর্তৃপক্ষ ডিএসইকে অবহিত করেছে নতুন চেয়ারম্যান ও সিইওর দায়িত্ব গ্রহণ শুরু হবে আগামী ২৬ মে থেকে।
এদিকে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৬ হিসাব বছরের জন্য ৮৫ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশ দেয়ার পর শেয়ারহোল্ডারদের আরও ৯০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ দিয়েছে জিপি। বছরটিতে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয় ১৬ টাকা ৬৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৪ টাকা ৫৯ পয়সা।
Advertisement
আর চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি থেকে মার্চ) কোম্পানির ইপিএস হয়েছে ৪ টাকা ৮৬ পয়সা। আগের বছরের একই সময় যা ছিল ৪ টাকা ১৫ পয়সা। এ হিসেবে ইপিএস বেড়েছে ৭১ পয়সা বা ১৭ দশমিক ১০ শতাংশ।
এমএএস/এনএফ/জেআইএম