দেশজুড়ে

কুড়িগ্রামে নারী ইউপি সদস্যের ওপর মাদক ব্যবসায়ীদের হামলা

কুড়িগ্রামে কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটি ও জেলা পুলিশের জঙ্গি-সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ থেকে বাড়ি ফেরার পথে মাদক ব্যবসায়ীদের মারধরের শিকার হয়েছেন নারী ইউপি সদস্য ও তার ছেলেরা। রোববার সন্ধ্যায় সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়ন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।আহত অবস্থায় কাঁঠালবাড়ী ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য আলেয়া বেগম (৫২) ও তার ছেলেদের কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।    আলেয়া বেগম জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠ থেকে মাদকবিরোধী সমাবেশ শেষে তিন ছেলেসহ বাড়ি ফিরছিলেন তিনি। পথে কাঁঠালবাড়ী বাসস্ট্যান্ডের সামনে অটোরিকশা থেকে নামার সময় স্থানীয় ফারাস উদ্দিনের ছেলে ইয়াবা ব্যবসায়ী হাবীব (৩২) ও মিলন (৩০), তাদের ভাতিজা আরিফুল (২৭) এবং ছাত্তারের ছেলে রাশেদুলসহ (২৪) ৮/১০ জনের একটি দল তার ও তার ছেলেদের ওপর হামলা চালায়।এ সময় তারা আলেয়া বেগম এবং তার তিনর ছেলে আলমগীর (৩৩),লিংকন (৩০) ও লিটু মিয়াকে (২৮) এলোপাথারি মারধর করে। তাদের আত্মচিৎকারে বাজারের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। হামলাকারীরা হাতব্যাগে রাখা ১০ হাজার ৯০০ টাকা ও একটি সোনার বালা হাত থেকে ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন আলেয়া বেগম।আহত লিংকন জানান, ইউনিয়নের শিবরাম এলাকার পার্কের মোড়ে ইয়াবা ব্যবসায়ী হাবীবের একটি ভ্যারাইটিজ স্টোর রয়েছে। গত শুক্রবার দোকানের কর্মচারী পারভেজ (১৬) ও ওই এলাকার কাইয়ুমের ছেলে আইনুল হককে (৩৮) ইয়াবাসহ পুলিশ আটক করে। পরে পারভেজকে ছেড়ে দেয়। এ নিয়ে ইয়াবা ব্যবসায়ী হাবীব তাদের পরিবারকে সন্দেহ করে আসছিলেন।ঘটনার সত্যতা স্বীকার করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আব্দুস সোবহান জাগো নিউজকে জানান, আজকের ঘটনার সঙ্গে জড়িতদের আটকে পুলিশ অভিযান চালাচ্ছে।এসআর

Advertisement