দেশজুড়ে

দু` মাসের নিষেধাজ্ঞা শেষ : জেলে পল্লিতে চলছে উৎসব

ভোলাসহ উপকূলীয় ৬ জেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে শেষ হয়েছে মাছ ধরার ওপর দু`মাসের নিষেধাজ্ঞা।  নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর গত শুক্রবার থেকে নদীতে নামতে শুরু করেছে জেলেরা। তাই জেলে পল্লিতে শুরু হয়েছে উৎসবের আমেজ।  জেলা মৎস্য কর্মকর্তা প্রীতিষ কুমার মল্লিক জানান, মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা ওঠে গেলেও ৩১ মে পর্যন্ত জাটকা ( ৯ ইঞ্চির ছোট আকারের ইলিশ) ধরা যাবে না। একই সঙ্গে নিষিদ্ধ জালও ব্যবহার করা যাবে না।  জাটকা ইলিশ সংরক্ষণ ও ইলিশের অভয়স্থল নিশ্চিত করতেই ৩২০ কিলোমিটার নদী এলাকায় মার্চ ও এপ্রিল মাস সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে মৎস্য অধিদফতর। সরকারের এমন ঘোষণায় বেকার হয়ে পড়ে উপকূলীয়  প্রায় ৫ লাখ জেলে। ফলে ভোলা জেলায় পুনর্বাসনের জন্য ৫২ হাজার একশ ৫০ জেলে পরিবারকে প্রতি মাসে ৪০ কেজি করে চাল বরাদ্দ দেয় সরকার। এদিকে ৪ কিস্তির মধ্যে জেলেরা মাত্র ২ কিস্তির চাল পেয়েছে। অনেক ইউনিয়নে এক কিস্তির চালও ঠিকমত বিলি হয়নি বলে জেলেদের অভিযোগ রয়েছে। ফলে গত দু`মাস জেলেদের অনাহারে অর্ধাহারে থাকতে হয়েছে। এ অবস্থা অন্যান্য জেলার ক্ষেত্রেও। এ কারণে নিষেধাজ্ঞা শেষে জেলে পল্লিতে চলছে সাজ সাজ রব। জাল নৌকা নিয়ে নদী পাড়ে অবস্থান নিয়েছেন শত শত জেলে। অমিতাভ অপু/এসএস/আরআইপি

Advertisement