মূল্যসূচকের দরপতনের মধ্য দিয়ে দেশের শেয়ারবাজারের সপ্তাহ শুরু হয়েছে। রোববার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স কমেছে ৭ পয়েন্ট এবং অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএসসিএক্স কমেছে ১৭ পয়েন্ট।
Advertisement
মূল্যসূচক কমলেও লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম বেড়েছে। মূলত ব্যাংক খাতের প্রতিষ্ঠানগুলোর দরপতনের কারণে মূল্যসূচক কমেছে। লেনদেন হওয়া ব্যাংক খাতের কোম্পানিগুলোর মধ্যে ১৬টি প্রতিষ্ঠানেরই শেয়ারের দাম আগের দিনের তুলনায় কমেছে। অন্যদিকে বেড়েছে ৯টির দাম।
রোববারের দরপতনের মধ্য দিয়ে টানা দুই কার্যদিবস শেয়ারবাজারে দরপতন ঘটলো। এর আগে টানা দুই কার্যদিবস মূল্যসূচক বেড়ে ছিল।
রোববার ডিএসইতে লেনদেন হয়েছে ৭৩৭ কোটি ৭২ লাখ টাকা। আগের দিন লেনদেন ছিল ৭৫৮ কোটি ৮৩ লাখ টাকা। অর্থাৎ লেনদেন আগের দিনের তুলনায় কমেছে ২১ কোটি ১১ লাখ টাকা।
Advertisement
লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৫০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দাম। দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৭ পয়েন্ট কমে ৫ হাজার ৫৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ডরিন পাওয়ারের শেয়ার। এদিন কোম্পানির ৪৫ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা ইউনাইটেড পাওয়ার গ্রীডের ২৩ কোটি ৫৭ লাখ টাকার লেনদেন হয়েছে। ২১ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে আর্গন ডেনিমস।
লেনদেনে এরপর রয়েছে- লংকাবাংলা ফাইন্যান্স, এসপিসিএল, বিডি ফাইন্যান্স, ওয়ান ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ন্যাশনাল ফিড এবং আরএসআরএম স্টিল।
অন্য শেয়ারবাজার সিএসইতে সিএসসিএক্স সূচক ১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০ হাজার ৩৯৭ পয়েন্টে। বাজারটিতে লেনদেন হয়েছে ৫০ কোটি ৪১ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৫৯ কোটি ৬৭ লাখ টাকা।
Advertisement
সিএসইতে লেনদেন হওয়া ২৩৮টি ইস্যুর মধ্যে দাম বেড়েছে ১১৭টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দাম।
এমএএস/জেএইচ/পিআর