অব্যাহত দরপতনে দেশের পুঁজিবাজার। টানা দরপতনে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ২১ মাস আগের অবস্থানের নিচে চলে এসেছে। সোমবার দিন শেষে ডিএসইএক্স সূচক ৮৭ পয়েন্ট কমে সূচক ৪ হাজার পয়েন্টর নিচে অবস্থান করছে। এর আগে ২০১৩ সালের ১৪ অগাস্ট সূচক ৩ হাজার ৯৮৩ পয়েন্টে ছিল।দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত ১৯ এপ্রিল থেকে ধারাবাহিক দরপতনে শুরু হয়। টানা পাঁচ কার্যদিবস দরপতনের পর ২৭ এপ্রিল কিছুটা সূচক বাড়লেও এরপর টানা তিন কার্যদিবস দরপতন হলো দুই স্টক এক্সচেঞ্জে।সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পাশাপাশি কমেছে টাকার অংকে লেনদেনর পরিমাণ। কমেছে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দরও।দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রধান সূচক ডিএসইএক্স ৮৭ পয়েন্ট কমে ৩ হাজার ৯৫৯ পয়েন্টে অবস্থান করছে। এছাড়াও ডিএস৩০ সূচক ১৯ পয়েন্ট কমে ৯৭৩ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৩৯ পয়েন্ট কমে ১ হাজার ৫০৫ পয়েন্টে অবস্থান করছে।সোমবার লেনদেন হওয়া প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ৬৮টির দাম বেড়েছে, কমেছে ২১৮র আর অপরিবর্তিত রয়েছে ১৯টি প্রতিষ্ঠানের শেয়ারের।টাকায় লেনদেন হয়েছে ৩৩০ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা গত দিনের চেয়ে বেড়েছে ৫২ কোটি টাকা কম। গত কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৩৮২ কোটি টাকা।দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ১১৫ পয়েন্ট কমে ৭ হাজার ৪৩৩ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে মোট ২২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ৪৪টির, কমেছে ১৫৪টির আর অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৫ কোটি টাকা।এসআই/আরএস/আরআইপি
Advertisement