খেলাধুলা

ক্রিস্টালকে গুঁড়িয়ে তিনে ম্যানসিটি

শনিবার রাতটা দারুণ কেটেছে ম্যানচেস্টার সিটির। ঘরের মাঠ ইতিহাস স্টেডিয়ামে ক্রিস্টাল প্যালেসকে গুঁড়িয়ে দিয়েছে পেপ গার্দিওলার দল। সিরিজেনরা তুলে নিয়েছে ৫-০ গোলের বড় জয়।

Advertisement

এই জয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে ম্যানসিটি। পেছনে ফেলেছে লিভারপুলকে। যদিও অল রেডসদের পয়েন্ট সংখ্যা সিটির সমান, ৬৯। ম্যাচ সংখ্যাও সমান, ৩৫। তবে গোল গড়ে এগিয়ে তিনে সিটিজেনরা।

প্রিমিয়ার লিগের শীর্ষে রয়েছে চেলসি। অ্যান্টোনিও কন্তের দল খেলেছে ৩৪ ম্যাচ। নামের পাশে যোগ করেছে ৮১ পয়েন্ট। ৩৫ ম্যাচ খেলা টনেনহাম রয়েছে দুইয়ে। ঝুলিতে জমা করেছে ৭৭ পয়েন্ট।

ম্যানসিটি প্রথম গোলের দেখা যায় দুই মিনিটের মাথায়। ডেভিড সিলভার কল্যাণে। প্রথমার্ধে আর কোনো গোল পায়নি স্বাগতিকরা। তাদের বাকি চারটি গোল এসেছে দ্বিতীয়ার্ধে। ডিফেন্ডার ভিনসেন্ট কোম্পানিও পেয়েছেন গোলের দেখা, ৪৯ মিনিটে।

Advertisement

সিটির গোল ব্যবধান ৩-০ তে পরিণত করেন কেভিন ডি ব্রুইন। বেলজিয়ান এই স্ট্রাইকার ক্রিস্টালের জাল কাঁপান ৫৯ মিনিটে। রহিম স্টারলিং গোলের দেখা পেয়েছেন ৮২ মিনিটে। ক্রিস্টালের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়ে সিটির ৫-০ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করেছেন নিকোলাস ওতামেন্দি।

এনইউ/এমএস