ডেনমার্কের কোপেনহেগেনে বহিষ্কৃত, অন্য দলের এজেন্ট, চক্রান্তকারী ও ইউরোপ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ডেনমার্ক আওয়ামী লীগ। তারা অভিযোগ করে বলেন, কিছু রোহিঙ্গা যারা বাংলাদেশের না, তারা কিভাবে আওয়ামী লীগ করে? সেই রোহিঙ্গা, বহিষ্কৃত, চাটুকার ও যোগ্যতা না থাকা সত্ত্বেও অনুষ্ঠানে আসন গ্রহণ করতে চায়। তারা ডেনমার্ক আওয়ামী লীগের ইমেজ নষ্ট করতে চায়। আমরা এদের নিন্দা জানাই।
Advertisement
ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন মিঠুর সভাপতিত্বে কোপেনহেগেনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া।
সংবাদ সম্মেলনে বলা হয়, ডেনমার্ক আওয়ামী লীগ বহিষ্কৃত অংশ সম্মেলনের নামে নাটক করছেন। গত কয়েকদিন ধরে ডেনমার্ক আওয়ামী লীগের বহিষ্কৃত অংশ সংবাদ সম্মেলন করবেন এবং সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি শ্রী অনিল দাশ গুপ্ত ও যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হকসহ অন্যান্য ইউরোপিয়ান নেতারা উপস্থিত থাকবে বলে প্রচার করা হয়। কিন্তু তাদের অনুপস্থিতিই এই মিথ্যা প্রচারের প্রমাণ করল।
সম্মেলনে আরও বলা হয়, ডেনমার্ক আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র আমাদের অদম্য যাত্রাকে থামাতে পারবে না। কোনো ব্যক্তি বিশেষের ইচ্ছার উপর সংগঠন চলবে না। জাতির জনক এর মহান আদর্শের অকুতোভয় সৈনিক, শেখ হাসিনার অসীম সাহসী নেতৃত্বের প্রতি আসরা আস্থাশীল।
Advertisement
এ সময় ইউরোপীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের আহ্বান জানানো হয়। বলা হয়, শুধু ডেনমার্ক নয়, ইউরোপের সকল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাই এসব ভণ্ড, ঠকবাজ, স্বার্থবাদীদের কর্মকাণ্ডে বিভ্রান্ত না হয়ে ডেনমার্ক আওয়ামী লীগের সঙ্গে থাকুন। আসুন আমরা সবাই জাতির জনকের সোনার বাংলা বিনির্মাণে শেখ হাসিনার নেতৃত্বে প্রবাসে আওয়ামী লীগকে শক্তিশালী করি।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে জাহাঙ্গীর আলম, মোহাম্মদ ইউসুফ, মোতালেব হোসেন, হিল্লোল বড়ুয়া, ফাহমিদ আল মাহিদ, আমির হোসেন, আহসান উজ্জামান, রেজাউল করিম, আলোক ধরে, শোয়েব আহমেদ, রিয়াদ হোসেন, ফয়সাল হোসেন, জামশেদ রহমান, ইমরান হোসেন, সুবীর, শাওন, কোহিনূর মুকুল, সাগর, তানভীর শুভ, সুকান্ত দে, আসিফ মুস্তারিন, সুমন বিশ্বাস, তাসনুভা বিনতে দিশা প্রমুখ উপস্থিত ছিলেন।
আরএস/এমএস
Advertisement