জাতির পিতার শুধু সন্তান নই, তিনি জাতির পিতার আদর্শের একজন সৈনিক বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।তিনি বলেন, দেশের মানুষের সেবা করার প্রতিজ্ঞা নিয়েই দেশে ফিরেছি। আমি জাতির পিতার শুধু সন্তান নই, আমি জাতির পিতার আদর্শের সৈনিক। বাঙালি জাতির এতো ত্যাগ কখনও বৃথা যেতে পারে না। বিশ্বসভায় বাংলাদেশ একদিন স্থান করে নেবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন ঠেকানোর নামে মানুষ পুড়িয়ে হত্যা করা হয়েছে। খালেদা জিয়া তার পুত্রকে নিয়ে এ হত্যায় সহযোগিতা করেছে। এদের হামলা থেকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ রেহাই পায়নি। খালেদার শাসনামলে প্রকাশ্যে দিবালোকে মানুষ হত্যা করে জঙ্গিরা। ক্ষমতার লোভে দেশের সম্পদ নষ্ট করবো এ শিক্ষা আওয়ামী লীগ পায়নি।প্রধানমন্ত্রী বলেন, এই বাংলাদেশে পরাজিত শক্তির উত্থান বাংলাদেশে হতে দেবে না। যুদ্ধাপরাধীদের বিচার জাতির পিতা শুরু করেছিলেন, আমরা তার শেষ করতে কাজ করছি। স্বাধীন জাতির মর্যাদা স্বাধীনতাবিরোধীরা দিতে পারে না।শেখ হাসিনা বলেন, বাংলাদেশ বিশ্বের দরবারে সম্মান পাক, তারা তা সহ্য করতে পারে না। দেশের মানুষের উন্নয়ন অব্যাহত থাকবে। বাঙালি জাতিকে কেউ দাবায় রাখতে পারবে না। জাতির পিতা তা বলে গেছেন।সবশেষ ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বসভায় স্থান করে নেবে উল্লেখ করে দেশবাসীর কাছে দোয়া চান তিনি।
Advertisement
সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ।এ সময় সভামঞ্চে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
এর আগে শনিবার বেলা সাড়ে তিনটার দিকে কোরআন তিলাওয়াত ও অন্যান্য ধর্মগ্রন্থের নির্বাচিত অংশ পাঠের মধ্য দিয়ে এ আলোচনা সভা শুরু হয়।
Advertisement