দৈনিক ইনকিলাব পত্রিকার সাংবাদিকদের গণছাঁটাইয়ে গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি)। ইনকিলাব কর্তৃপক্ষকে অবিলম্বে গণচাকরিচ্যুতির সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছে সংগঠনটি।গণছাঁটাইয়ের আদেশ প্রত্যাহার, সাংবাদিক-কর্মচারীদের ন্যায্য বেতন ভাতা পরিশোধ ও কাজের সুষ্ঠু পরিবেশ অবিলম্বে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে ডিএসইসি। শনিবার সন্ধ্যায় ডিএসইসি সভাপতি কে এম শহীদুল হক ও সাধারণ সম্পাদক এ কে এম ওবায়দুর রহমান স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ইনকিলাব কর্তৃপক্ষ প্রায় শতাধিক সাংবাদিক-কর্মচারীকে বিনা নোটিশে ছাঁটাই করেছে যার মধ্যে ডিএসইসির ছয়জন সদস্য রয়েছেন। ভাষাসৈনিক, মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানসহ শতাধিক সাংবাদিক কর্মচারীকে ছাঁটাইয়ের এ ঘটনা দেশের গণমাধ্যমের জন্য এক অশনিসংকেত মনে করে ডিএসইসি।বিবৃতিতে সাংবাদিক-কর্মচারীর পাওনাদি পরিশোধে ইনকিলাব কর্তৃপক্ষের প্রস্তাবকে অনৈতিক, বেআইনি, নীতি-বিবর্জিত ও মনগড়া হিসেবে উল্লেখ করা হয়। ‘সংবাদপত্র মালিক-সাংবাদিক, শ্রমিক-কর্মচারী সমঝোতা স্মারক’ নামের এই চুক্তিনামায় উল্লেখ রয়েছে, ‘এই সমঝোতা স্মারকে স্বাক্ষরের পর দৈনিক ইনকিলাব প্রতিষ্ঠানের সহিত আমার কোনরূপ মালিক শ্রমিক সম্পর্ক থাকিবে না।’এর মধ্যে দিয়ে ওয়েজবোর্ডের আওতায় চাকরি করা সব সাংবাদিক-কর্মচারীকে ওয়েজবোর্ডের পরিবর্তে নির্ধারিত (কনসুলেটেড) বেতনে ও দৈনিক মজুরির ভিত্তিতে চাকরি করতে বাধ্য করা হচ্ছে। গণচাকরিচ্যুতির সিদ্ধান্ত থেকে ইনকিলাব কর্তৃপক্ষ সরে না আসলে সংগঠনের সদস্যদের নিয়ে ডিএসইসি কঠোর কর্মসূচি পালন করবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
Advertisement
ওআর/আরআইপি