বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটির (বিএসজেসি) ব্যবস্থাপনায় রোববার শুরু হচ্ছে বিএসজেসি মিডিয়া ফুটবল টুর্নামেন্ট। সকাল ১০টায় ক্যাপ্টেন (অব.) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করবেন সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন।
Advertisement
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস, বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি আব্দুর রশিদ শিকদার ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য আমিরুল ইসলাম বাবু।
টুর্নামেন্টে দেশের ২৪টি মিডিয়া হাউজ অংশ নিচ্ছে। দলগুলো ৮ গ্রুপে ভাগ হয়ে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলবে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল কোয়ার্টার ফাইনালে উন্নীত হবে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে নগদ ৩০ হাজার টাকা। রানার্সআপ দলকে দেয়া হবে ২০ হাজার টাকা। এছাড়া প্রতি ম্যাচের সেরা খেলোয়াড়কে পুরষ্কৃত করবে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান। পুরস্কার থাকবে ম্যান অব দ্য ফাইনাল ও ম্যান অব দ্য টুর্নামেন্টের।
টুর্নামেন্ট উপলক্ষ্যে শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামস্থ ঢাকা মহানগরী ফুটবল লীগ কমিটির সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন টুর্নামেন্টের সদস্য সচিব কামাল হোসেন বাবলু। এসময় বিএসজেসি’র সভাপতি আসিফ ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম, টুর্নামেন্টের আহবায়ক জাহেদ হোসেন খোকন ও জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম উপস্থিত ছিলেন।
Advertisement
রোববার উদ্বোধনী দিনে ৬টি ম্যাচ মাঠে হবে। সকাল সোয়া ৮ টায় দিনের প্রথম ম্যাচে অংশ নেবে ডেইলি স্টার ও বণিক বার্তা। সকাল ৯টায় দ্বিতীয় ম্যাচে বিটিভি খেলবে কালের কন্ঠের বিপক্ষে। পৌনে দশটায় তৃতীয় ম্যাচে এটিএন বাংলা’র প্রতিপক্ষ ঢাকা ট্রিবিউন। সকাল সাড়ে ১০টায় মাছরাঙ্গা টিভি ও জাগো নিউজ, সোয়া ১১টায় যমুনা টিভি ও নিউ নেশন এবং দুপুর ১২টায় দিনের শেষ ম্যাচে আর টিভি ও নয়া দিগন্ত মুখোমুখি হবে।
আরআই/আইএইচএস/জেআইএম