সুযোগ ছিল রানের সংখ্যাটা তিন অংকে নেওয়ার। তবে আবারও ব্যর্থ হলেন আনামুল হোক। আবাহনীর বিপক্ষে ৯৭ রানে আউট হওয়ার পর ব্রাদার্সের বিপক্ষে আউট হলেন ৯৩ রান করে।
Advertisement
টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় গাজী ক্রিকেটার্স। ২৭ রানেই ২ উইকেট হারায় তারা। তৃতীয় উইকেটে সোহরাওয়ার্দী শুভকে নিয়ে দলের হাল ধরেন আনামুল। দুইজনে মিলে গড়েন ৮৯ রানের জুটি। ৪১ রান করা শুভ`র বিদায়ের পর খুব বেশি সময় টিকতে পারেনি আনামুল। ৯৩ রান করে আলোক কাপালির বলে নাইম ইসলামের হাতে ক্যাচ দেন এই তারকা।
৯৭ বল মোকাবেলায় তার এ ইনিংসটি ৫টি চার ও ৪টি ছক্কায় সাজানো ছিল। আর তার এ রানের উপর ভর করে ২৩৬ রানের সংগ্রহ পায় গাজী গ্রুপ ক্রিকেটার্স।
এমআর/জেআইএম
Advertisement