ধর্ম

স্ত্রী-সন্তান ও সম্পদের হেফাজতের আমল

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে ইরশাদ করেন, ‘আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নাম রয়েছে; যে ব্যক্তি আল্লাহ তাআলার এ গুণবাচক নামের জিকির করবে, সে জান্নাতে যাবে।’ তাছাড়া এ গুণবাচক নামগুলোরও আলাদা আলাদা অনেক উপকার ও ফজিলত রয়েছে।

Advertisement

আল্লাহ তাআলার গুণবাচক নাম সমূহের মধ্যে (اَلرَّقِيْبُ) ‘আর-রাক্বিবু’ একটি। এ পবিত্র নামের আমলে আল্লাহ তাআলা বান্দার স্ত্রী, সন্তান ও ধন-সম্পদের হেফাজত করেন।

(اَلرَّقِيْبُ) ‘আর-রাক্বিবু’-এর অর্থ হলো- ‘সব সৃষ্টি জীবের রক্ষক; যিনি তার সৃষ্টি জগতের সব অবস্থা পর্যবেক্ষণ করেন।’

আল্লাহর গুণবাচক নাম (اَلرَّقِيْبُ) ‘আর-রাক্বিবু’ -এর জিকিরের আমল ও ফজিলত তুলে ধরা হলো-

Advertisement

উচ্চারণ : ‘আর-রাক্বিবু’অর্থ : ‘সব সৃষ্টি জীবের রক্ষক; যিনি তার সৃষ্টি জগতের সব অবস্থা পর্যবেক্ষণ করেন; বান্দার অবস্থা ও কার্যাবলী অবহিত হওয়া।’

আল্লাহর ‍গুণবাচক নাম (اَلْكَرِيْمُ)-এর আমল

ফজিলত>> যে ব্যক্তি আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম (اَلرَّقِيْبُ) ‘আর-রাক্বিবু’- সাত বার পাঠ করে নিজ স্ত্রী, সন্তান-সন্ততি ও অর্থসম্পদের চারদিকে ফুঁ দেয়; তবে ওই ব্যক্তির স্ত্রী, সন্তান ও অর্থসম্পদ শত্রুর দুশমনি ও বালা-মুসিবত থেকে নিরাপদ থাকবে।

পরিশেষে...আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তাঁর পবিত্র নাম (اَلرَّقِيْبُ) আর-রাক্বিবু-এর এ ছোট্ট আমলটি করে স্ত্রী, সন্তান ও ধন-সম্পদ রক্ষার তাওফিক দান করুন। দুনিয়ার জীবনে সম্মান ও মর্যাদা ও পরকালের মুক্তি দান করুন। আমিন।

Advertisement

এমএমএস/এমএস