দেশজুড়ে

রাজশাহীতে বিএনপি নেতাকর্মীর গণপদত্যাগ

রাজশাহী মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতাকর্মী গণপদত্যাগ করেছেন। শনিবার দুপুরে নগরীর বরহমপুর মোড়ে এক কর্মসূচি পালনের মধ্য দিয়ে তারা পদত্যাগ করেন। এতে সদ্য পদত্যাগ করা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শকিকুল ইসলামের অনুসারীরা অংশ নেন। এ সময় পদত্যাগকারী নেতারাসহ দলীয় সমর্থকরা নগরীর বরহমপুর মোড়ে মানবন্ধন করে।পদত্যাগকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও রাজপাড়া থানা বিএনপির সহ-সভাপতি তাজউদ্দিন আহমেদ সেন্টু, মহানগর বিএনপি উপদেষ্টা লুৎফর রহমান, মহানগর ক্ষুদ্র কুটির শিল্প বিষয়ক স¤পাদক আনসার মন্ডল, সিনিয়র সহ-সভাপতি মাইনুল ইসলাম, সাধারণ স¤পাদক হাবিবুর রহমান পিন্টু, যুবদলের সমবায় কল্যাণ স¤পাদক নাজির হোসেন, যুবদলের শামীম হোসেন, মিলন, ফারুক হোসেন মহিলা দলের মিনুয়ারা বেগম, নাজমা বেগম, স্বেচ্ছাসেবকদলের পলাশ, সেলিম, নয়ন, জুলেখা বেগম, ছাত্রদলের মেহেদী হাসান সোহাগ, মানিক, জাসাসের আব্দুল মালেক, মুক্তা প্রমুখ।সদ্য পদত্যাগকারী মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শকিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, পকেট কমিটির গঠনের প্রতিবাদে নগরীর বিভিন্ন পাড়া মহল্লা থেকে প্রায় দেড় হাজার দলের নিবেদিত প্রাণ বিএনপি সমর্থক পদত্যাগ করেছেন।  এ সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান তিনি।নগরীর ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি তাজউদ্দিন আহমেদ সেন্টু বিএনপির যুগ্ম-মহাসচিব ও মহানগর বিএনপির সভাপতি মিজানুর রহমান মিনুর প্রতি ইঙ্গিত করে বলেন, দল একক ব্যক্তির সিদ্ধান্তে চলতে পারে না। এতে দলের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হচ্ছে। এক ব্যক্তির একক সিদ্ধান্তের কারণে দলের তৃণমূলের নেতাকর্মীরা আজ হতাশ। সে কারণে এ পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement