ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে পবিত্র তীর্থস্থান কাবা শরিফের মাতাফ-এর বর্ধিতকরণের কাজ এ বছর রমজানের আগেই সম্পন্ন হবে। শুক্রবার এ খবর নিশ্চিত করেছেন দুই পবিত্র মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা প্রকল্পের পরিচালক সুলতান আল কুরায়শি। মাতাফ, অর্থাৎ, মূল কাবাঘরকে ঘিরে যে বৃত্তাকার আয়তনে হাজীরা জমায়েত হন, সেই স্থানটিকে বাড়িয়ে এখন ঘণ্টায় ১ লাখ লোকের জায়গা দেবার ব্যবস্থা করা হচ্ছে। এর ফলে কাবাঘর ঘিরে ভীড়ভাট্টা কমবে বলে আশা করছেন কর্তৃপক্ষ। এছাড়া এই প্রকল্পের অধীনে কাজ চলছে ভূগর্ভস্থ, প্রথম ও দ্বিতীয় তলার মেঝে মেরামত, সাড়ে বারো হাজার নতুন শৌচাগার নির্মাণ, উত্তরাংশকে আরো প্রশস্ত করাসহ অফিসকক্ষ, নিরাপত্তা কক্ষ, রেড ক্রিসেন্টের জন্য কক্ষসহ আরো বেশ কিছু অবকাঠামোগত উন্নয়ন। পরিবেশবান্ধব কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ, পয়ঃনিষ্কাশনও এই প্রকল্পের মধ্যে থাকছে। এরইমধ্যে প্রকল্পের ৯৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন কুরায়শি। তিনি জানান, বর্তমান কাবা শরিফের স্থাপত্যের সঙ্গে পরিপূর্ণ সঙ্গতি রেখেই করা হয়েছে এই অবকাঠামো উন্নয়নের কাজ।এসআরজে
Advertisement