দেশজুড়ে

নজরুল জন্মজয়ন্তী উদযাপনের দাবিতে সড়ক অবরোধ

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুলের জন্মজয়ন্তী জাতীয় পর্যায়ে উদযাপনের দাবিতে রোববারও দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ ত্রিশালবাসী।২ ঘণ্টাব্যাপী অবরোধের সময় দুঃসহ গরমে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলাচলরত বাসযাত্রীদের চরম  দুর্ভোগ পোহাতে হয়েছে। পরে ময়মনসিংহ জেলা প্রশাসকের আশ্বাসে অবরোধ তুলে নেয়া হয়। দাবি না মানলে লাগাতার আন্দোলনেরও ঘোষণা দেয়া হয়। পরে অবরোধ তুলে নিলে যানচলাচল স্বাভাবিক হয়।জানা যায়, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বাল্য স্মৃতি বিজরিত ত্রিশালে কবির ১১৬তম জন্মজয়ন্তী জাতীয় পর্যায়ে উদযাপনের দাবিতে এলাকাবাসী সকাল ১১টায় ত্রিশাল দরিরামপুর বাস স্ট্যান্ড মোড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। পরে অবরোধকারীরা ত্রিশালে জাতীয় পর্যায়ে নজরুল     জন্মজয়ন্তী পালনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল করে। প্রায় দুই ঘণ্টাব্যাপী অবরোধ চলাকালে সড়কের দুই পাশে কয়েকশ` যান-বাহন আটকা পড়লে দুঃসহ গরমে আটকে পড়া যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।আতাউল করিম খোকন/এমজেড/আরআই 

Advertisement