দেশজুড়ে

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত কক্সবাজার

আড়াই বছর পর আবারও কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কক্সবাজারে চলমান লাখো কোটি টাকার উন্নয়ন প্রকল্পে সমাপ্ত হওয়া প্রকল্পগুলোর উদ্বোধন ও নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে ৬ মে কক্সবাজারে যাচ্ছেন তিনি। এসময় উন্নয়ন প্রকল্প উদ্বোধন ছাড়াও জনসমাবেশের আয়োজন করেছে জেলা আওয়ামী লীগ।

Advertisement

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সাজানো হয়েছে জেলা শহরের সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনা। চারদিকে সাজ সাজ রব। সবার মাঝে ঈদের আমেজ তৈরি করেছে। জনসভায় দু’লাখ মানুষের সমাবেশ ঘটানোর লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত কক্সবাজার।

জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজার পৌঁছাবেন। বেলা ১১টার দিকে কক্সবাজার-টেকনাফ ৮০ কিলোমিটার মেরিন ড্রাইভ সড়কের ইনানী এলাকায় আনুষ্ঠানিক উন্মুক্তকরণ ফলক উন্মোচন করবেন।

এ সড়কে ১৭টি ব্রিজ, ১০৮টি কালর্ভাট রয়েছে। যেখানে ব্যয় হয়েছে ১ হাজার ৫০ কোটি টাকার কাছাকাছি। সেখান থেকে সমাবেশ স্থলে উপস্থিত হয়ে বেলা আড়াইটায় মঞ্চ থেকে উদ্বোধন করবেন কক্সবাজার মেডিকেল কলেজের একাডেমিক ভবন, কক্সবাজার সরকারি কলেজের ১০০ শয্যার ছাত্রী হোস্টেল, একাডেমিক ভবন কাম পরীক্ষার হল, কক্সবাজার সরকারি মহিলা কলেজের ১০০ শয্যার ছাত্রী হোস্টেল, উখিয়ার বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের দ্বিতল একাডেমিক ভবন, মহেশখালী-আনোয়ারা গ্যাস সঞ্চালন পাইপ লাইন।

Advertisement

এছাড়াও ভিত্তিপ্রস্তর উন্মোচন করা হবে, বিমান বন্দর প্রকল্পের বাঁকখালী খালে ৫৯৫ মিটার খুরুশকুল ব্রিজ, কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল, কক্সবাজার আইটি পার্ক, এলএনজি টার্মিনাল, ইনস্টেলেশন অব সিংগেল পয়েন্ট মুরিং, নাফ ট্যুরিজম পার্ক, কুতুবদিয়া কলেজের একাডেমিক ভবন ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) অফিস ভবন।

বেলা সাড়ে ১২টা থেকে সমাবেশ আরম্ভ হবে। তীব্র গরমের কথা মাথায় রেখে সমাবেশস্থলে সামিয়ানা টানানোর পাশাপাশি পর্যাপ্ত পানির ব্যবস্থা করতে বসানো হয়েছে ডজনাধিক নলকূপ, রাখা হয়েছে পর্যাপ্ত পয়নিষ্কাশন ব্যবস্থা। বিভিন্ন ধরনের প্রায় ১০ হাজার যানযোগে জেলার আট উপজেলা থেকে আসবে প্রায় ২ লাখ মানুষ।

সায়ীদ আলমগীর/এফএ/এমএস

Advertisement