আন্তর্জাতিক

ওবামাকেয়ার শেষ : ট্রাম্প

কংগ্রেসের নিম্নকক্ষে রিপাবলিকানদের হেলথকেয়ার বিলটি কোনোমতে পাস হয়ে যাওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন ওবামাকেয়ার শেষ।

Advertisement

২১৭-২১৩ ভোটে পাস হয়েছে বিলটি। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর আইন প্রণয়ন-সংশ্লিষ্ট ক্ষেত্রে এই প্রথম জয় পেলেন ট্রাম্প। এতে তার পূর্বসূরির আইনটি পরিবর্তনে আশা টিকে থাকল।

ডেমোক্রেটরা বলছে, আমেরিকান হেলথ কেয়ার আইনের ফলে লাখো মানুষ বীমা সুবিধার বাইরে চলে যাবে।

পাস হওয়া বিলটি এখন সিনেটে যাবে।

Advertisement

এদিকে বিলটি পাস হওয়ার পর আইনপ্রণেতারা ক্যাপিটল হিল ছাড়ার সময় প্রতিবাদ হয়েছে সেখানে। তবে উল্টো চিত্র ছিল হোয়াইট হাউস প্রাঙ্গণে। সেখানে উদযাপনের আয়োজন করা হয়।

ছয় সপ্তাহ আগেও মনে করা হচ্ছিল নতুন এ বিলটি পাস হবে না।

তবে রিপাবলিকান পার্টির রক্ষণশীল এবং মধ্যপন্থী দু’অংশকেই সন্তুষ্ট করতে বিলটির পর্যালোচনা করা হয়।

রোজ গার্ডেনে অনুষ্ঠানে ট্রাম্প বলেন, কোনো ভুল করা যাবে না। ওবামাকেয়ার কার্যত বাতিল।

Advertisement

তিনি আরও বলেন, প্রিমিয়াম কমবে, ডিডাকটিবল কমবে।  কিন্তু এটা একটা ভালো পরিকল্পনা।

তবে ডেমোক্রেটরা বলছেন উল্টো কথা। সিনেটর বার্নি স্যান্ডার্স বলেছেন, নতুন আইনের ফলে হাজারো আমেরিকানকে মরতে হবে।

একই কারণে উদ্বিগ্ন হাসপাতাল ও চিকিৎসকদের প্রতিনিধিত্বকারী গ্রুপও।

চলতি বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার কয়েক ঘণ্টা পরই ওবামাকেয়ারের বিভিন্ন নিয়ম আইনগতভাবে বাতিলে নির্বাহী আদেশে সই করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী প্রচারের সময় এটি তার অন্যতম প্রতিশ্রুতি ছিল। 

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা তার শাসনামলে স্বাস্থ্য বীমা বিহীন মার্কিনীদের জন্য ‘সুলভ স্বাস্থ্য সেবা আইন’ চালু করেছিলেন। যাকে ‘ওবামাকেয়ার’ বলা হয়।

এনএফ/এমএস