অর্থনীতি

ব্যাংকের প্রভাবে শেয়ারবাজারে পতন

দুই কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকার পর দেশের শেয়ারবাজারে আবার দরপতন হয়েছে। বৃহস্পতিবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৪ পয়েন্ট এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএসসিএক্স কমেছে ১৮ পয়েন্ট। তবে উভয় বাজারে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে।

Advertisement

এদিন ডিএসইতে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়লেও মূলত ব্যাংক খাতের কোম্পানিগুলোর দরপতনের কারণে মূল্যসূচক কমেছে। লেনদেন হওয়া ব্যাংক খাতের কোম্পানিগুলোর মধ্যে মাত্র পাঁচটির শেয়ারের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। বাকি সবকটির দরপতন হয়েছে।

বৃহস্পতিাবর ডিএসইতে লেনদেন হয়েছে ৭৫৮ কোটি ৮৩ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৬৯৩ কোটি ৯৯ লাখ টাকা। অর্থাৎ লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে ৬৫ কোটি ৮৪ লাখ টাকা।

লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৫১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। অপরদিকে দাম কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির দাম। দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট কমে ৫ হাজার ৫৪০ পয়েন্টে দাঁড়িয়েছে।

Advertisement

টাকার অঙ্কে বৃহস্পতিবার ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ার গ্রীডের শেয়ার। আজ কোম্পানির ৪৬ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা বিডি ফাইন্যান্সের ৩৪ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২৮ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে এসপিসিএল।

লেনদেনে এরপর রয়েছে- বিডি ফাইন্যান্স, ব্র্যাক ব্যাংক, ওয়ান ব্যাংক, প্রাইম ব্যাংক, ইসলামী ফাইন্যান্স, ডরিন পাওয়ার এবং বারাকা পাওয়ার।

অপর শেয়ারবাজার সিএসইতে সিএসসিএক্স সূচক ১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০ হাজার ৪১৫ পয়েন্টে। বাজারটিতে লেনদেন হয়েছে ৫৯ কোটি ৬৭ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৪১ কোটি ৬২ লাখ টাকা।

বৃহস্পতিবার সিএসইতে লেনদেন হওয়া ২৪০টি ইস্যুর মধ্যে দাম বেড়েছে ১০২টির, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির দাম।

Advertisement

এমএএস/জেডএ/আরআইপি