হাদিল সাইয়্যিদ আল সিদাভি মাত্র ৭ মাসে পবিত্র কুরআনুল কারিম হেফজ সম্পন্ন করেছে। এত অল্প সময়ে পবিত্র কুরআন হিফজ করা মহান আল্লাহ তাআলার একান্ত অনুগ্রহ। ১২ বছরের কিশোরী হাদিল জর্ডানের আল রামসা শহরের আবিদাজানা মাদরাসার ছাত্রী।
Advertisement
সে নিজের দৃঢ় প্রচেষ্টা ও কঠোর অধ্যবসায়ের মাধ্যমে মাত্র ৭ মাসে সম্পূর্ণ কুরআন হেফজ করতে সক্ষম হয়েছে।
কুরআন হেফজ সম্পর্কে হাদিলের বক্তব্য হলো, ‘আমি যখন আবিদাজানা মাদরাসায় ভর্তি হই; তখন মাত্র ৩ পারা কুরআন আমার হেফজ ছিল। সেখানকার শিক্ষকদের উৎসাহে স্বল্প সময়ের মধ্যে পুরো কুরআন হেফজ করতে সক্ষম হই।’
সে আরও জানায়, ‘আমি নিজেও জানি না, কীভাবে পবিত্র কুরআন হেফজ করেছি। শুধু এ টুকু বলতে পারি, আমি ক্লান্ত হইনি, কুরআন মুখস্থ করতে আনন্দ পেয়েছি। আমি আনন্দে আনন্দে মুখস্থ করেছি।’
Advertisement
জর্ডানের এ কিশোরী হাফেজ হাদিল সাইয়্যিদ সিদাভি ভবিষ্যতে পবিত্র কুরআনুল কারিমের শিক্ষক ও গবেষকে হতে চায়।
এমএমএস/পিআর