খেলাধুলা

তিন বিদেশি কোচের বায়োডাটা বাফুফের হাতে

জাতীয় দলের নতুন বিদেশি কোচ নিয়োগে ধীরে চল নীতিতেই এগুচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ৫ জন বিদেশি কোচের বায়োডাটা পরীক্ষা করে তিন জনের সংক্ষিপ্ত তালিকাও তৈরি করেছে দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটি। তবে সে তিনজনের দেশের নাম প্রকাশ করলেও তাদের নাম গোপন রেখেই এগুচ্ছে বাফুফে। বুধবার ন্যাশনাল টিমস কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী এ তিনজনের মধ্যে থেকেই জাতীয় দলের পরবর্তী কোচ নিয়োগ দেবে বাফুফে। তিন কোচ ইতালি, স্পেন ও অস্ট্রেলিয়ার।

Advertisement

বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ সভা শেষে জানিয়েছেন ইতালি, স্পেন এবং অষ্ট্রেলিয়ান কোচের বায়োডাটা রয়েছে তাদের হাতে। কোচদের নাম চূড়ান্ত না হওয়া পর্যন্ত প্রকাশ করা যাবে না। ন্যাশনাল টিমস কমিটির সদস্য আমিরুল ইসলাম বাবু বলেছে,‘কোচ নিয়োগে নতুন কথা নেই। সেই পুরনো কথাই।’

বাফুফের সাধারণ সম্পাদক জানিয়েছেন, ‘ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহেমদ এমপি কিছু দিন পর লন্ডন যাবেন। সেখানেই তিনি ইতালি এবং স্পেনের কোচের সাক্ষাৎকার নেবেন। আর অষ্ট্রেলিয়ান কোচের সঙ্গে টেলিফোনে কথা বলবেন।’

জানা গেছে, কেভিন ভিনসেন্ট মাসকাট নামের অস্ট্রেলিয়ান কোচই পছন্দে এক নম্বরে আছেন। ইংলান্ডে জন্ম নেয়া কেভিন এখন অষ্ট্রেলিয়ার মেলবোর্ন ভিক্টোরি ক্লাবের কোচ। স্পেন এবং ইতালি কোচের নিজ নিজ দেশের জাতীয় দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। যাকেই পছন্দ করুক বাফুফে তাকে জুন থেকে নিয়োগ দেয়ার পরিকল্পনা রয়েছে ১ বছরের জন্য।

Advertisement

আরআই/এনইউ/জেআইএম