ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য গোয়ার নিকট এরনাকুলম দুরন্ত এক্সপ্রেস ট্রেনের ১০টি বগি লাইনচ্যুত হয়েছে। রোববার সকালে দক্ষিণ গোয়ার বাল্লি স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। মুম্বাইয়ের লোকমান্য তিলক টার্মিনাল থেকে এরনাকুলামের দিকে যাচ্ছিল ট্রেনটি। কোঙ্কন রেলওয়ে কর্পোরেশন লিমিটেডের মুখপাত্র বাবান ঘাটগে জানান, রোববার ভোর সাড়ে ৬টা নাগাদ বাল্লি স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় এরনাকুলম দূরন্ত এক্সপ্রেসের ১০টি বগি। তবে হতাহতের খবর নেই৷এদিন সকালে লাইনচ্যুত হয়ে যায় ১০টি কামরা। যার জেরে কোঙ্কন রুটে ব্যাহত হয় ট্রেন পরিষেবা। দেরিতে চলছে বহু ট্রেন। রেল পরিষেবা স্বাভাবিক করতে শুরু হয়েছে উদ্ধার কাজ। কীভাবে দুর্ঘটনাটি ঘটলো তা খতিয়ে দেখা হয়েছে। তদন্ত শুরু করেছে কেল কর্তৃপক্ষ। বিএ/পিআর
Advertisement