বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার টুইটার অ্যাকাউন্ট ভেরিফাইড হয়েছে। মঙ্গলবার টুইটার কর্তৃপক্ষ খালেদার অ্যাকাউন্ট ভেরিফায়েড করে।বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।
Advertisement
তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যা থেকে বিএনপি চেয়ারপারসনের টুইট অ্যাকাউন্ট নীল রংয়ের গোলাকার অংশে রাইট টিক চিহ্ন দেখতে পাওয়া যায়।
উল্লেখ্য, দলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে টুইটার অ্যাকাউন্টটি খোলা হয়। তখন থেকে তিনি নিয়মিত টুইট করছেন। এখন পর্যন্ত ৯৯টি টুইট করেছেন এবং ২৬ হাজারের অধিক ফলোয়ার এ অ্যাকাউন্ট ফলো করছেন।
টুইটার বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মাইক্রোব্লগিং নিউজ শেয়ারিং এবং স্যোশাল নেটওয়ার্কিং সাইট। বর্তমানে সারা বিশ্বের ৩০ কোটির উপর মানুষ এটি ব্যবহার করছেন।
Advertisement
টুইটার বিশ্বজুড়ে ব্রেকিং নিউজের প্রধান উৎস। ২০১৬ সালে মার্কিন নির্বাচনের দিন রাত ১০টার মধ্যে চার কোটির উপর ইলেকশন বিষয়ক টুইট হয়েছিল।
এমএম/জেএইচ/এএইচ/এএইচ/এমএস