খেলাধুলা

তামিম-ইমরুলকে নিয়ে যা বললেন মিসবাহ

বাংলাদেশ সফরে এসে এখনও জয়ের মুখ দেখেনি পাকিস্তান। প্রস্তুতি থেকে শুরু করে ওয়ানডে, টি-২০ প্রতিটি ম্যাচেই হেরেছে তারা। এবার টাইগারদের বিপক্ষে প্রথম টেস্টেও ড্র করেছে মিসবাহ বাহিনী।প্রথম ইনিংসে ২৯৬ রানের বড় ব্যবধানে পিছিয়ে পড়েও বাংলাদেশ যে এমন দাপটে ঘুরে দাঁড়াতে পারবে তা ছিল অনেকেরই কল্পনার বাইরে। তৃতীয় দিন শেষে ইনিংস ব্যবধানে হারের আশঙ্কা থাকলেও শেষ পর্যন্ত তামিম ইকবাল ও ইমরুল কায়েসের ৩১২ রানের রেকর্ডগড়া উদ্বোধনী জুটিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে মাথা উঁচু করে ম্যাচটা ড্র করেছে বাংলাদেশ। খেলা শেষে তামিম ও ইমরুলকে প্রশংসায় ভাসালেন মিসবাহ।সংবাদ সম্মেলনে মিসবাহ বললেন, বাংলাদেশ দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে। বিশেষ করে ওদের দুই ওপেনার খুব ভালো খেলেছে। তামিম তার জীবনের সেরা ফর্মে আছে। আমাদের বোলাররা অনেক চেষ্টা করেছে। কিন্তু তামিম-ইমরুল আমাদের কোনো সুযোগ দেয়নি। কৃতিত্বটা বেশি দেব তামিমকেই। বাংলাদেশের উদ্বোধনী জুটিই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে।আগামী ৬ মে থেকে মিরপুরে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। মিসবাহর এখন একটাই চাওয়া, শেষ ম্যাচে যে করেই হোক জয়। এ সম্পর্কে পাকিস্তানের টেস্ট অধিনায়ক বলেন, আমাদের বোলিংয়ে আরো ভালো করতে হবে। ফিল্ডিংয়েও উন্নতি করতে হবে। প্রথম ইনিংসে আমরা কয়েকটি ক্যাচ ফেলেছিলাম। সেটাও ম্যাচের ভাগ্য গড়তে অবদান রেখেছে।এমআর/আরআইপি

Advertisement