আফগানিস্তানের রাজধানী কাবুলে ন্যাটো বাহিনীর গাড়িবহরে আত্মঘাতী হামলায় আটজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। বুধবারের ওই হামলায় আহত হয়েছে আরো কমপক্ষে ২৮ জন। খবর রয়টার্সের।
Advertisement
বুধবার সকালে কাবুলের ব্যস্ততম এলাকায় মার্কিন দূতাবাসের কাছে ন্যাটো বাহিনীর গাড়িবহর লক্ষ্য করে ওই হামলা চালানো হয়।
জনস্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানীতে ওই আত্মঘাতী হামলার ঘটনায় আট বেসামরিক নাগরিক নিহত এবং আরো কমপক্ষে ২৮ জন আহত হয়েছে। ওই এলাকার বহু বেসামরিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
মার্কিন নৌবাহিনীর ক্যাপ্টেন বিল সালভিন জানিয়েছেন, হামলায় মার্কিন সেবাদানকারী তিন সদস্য আহত হয়েছেন।
Advertisement
এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। তবে আফগানিস্তানে প্রায়ই বিদেশি নিরাপত্তাকর্মী বা সেনা সদস্যদের ওপর এ ধরনের হামলা চালিয়ে থাকে তালেবান গোষ্ঠী।
টিটিএন/আরআইপি