অর্থনীতি

২০ হাজার টন ইউরিয়া আমদানি হচ্ছে

সারের চাহিদা মেটাতে সৌদি আরব থেকে ২০ হাজার টন ইউরিয়া আমদানি করতে যাচ্ছে সরকার। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় সার কেনার এই প্রস্তাব অনুমোদন দেওয়া  হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সভায় সভাপতিত্ব করেন।সভা সূত্রে জানা গেছে, সৌদি আরবের প্রতিষ্ঠান সাবিকের কাছ থেকে ২০ হাজার টন সার আমদানি চুক্তির আওতায় ইউরিয়া আনা হচ্ছে। এ সার আমদানিতে মোট ব্যয় হবে ৫১ কোটি ৫২ লাখ টাকা। প্রতি টন সারের দাম পড়বে ৩৩০ দশমিক ৭৫ হাজার টাকা।

Advertisement