আন্তর্জাতিক

সিরিয়ায় আশ্রয় শিবিরে আইএসের হামলায় নিহত ৩০

সিরিয়ায় একটি আশ্রয় শিবিরে হামলার ঘটনায় ৩০ জনের বেশি বেসামরিক নাগরিক এবং কুর্দিশ যোদ্ধা নিহত হয়েছে। ইরাক সীমান্তের কাছে সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকার একটি আশ্রয় শিবিরে ওই হামলা চালানো হয়। খবর বিবিসির।

Advertisement

হাসাকেহ প্রদেশের শাদ্দাদি শহরের কাছে রাজম আল সালিবিতে সিরিয়া এবং ইরাকের বাস্তুহারা শরণার্থীদের জন্য তৈরি একটি অস্থায়ী আশ্রয় শিবির লক্ষ্য করে হামলা চালিয়েছে আইএস।

ওই আশ্রয় শিবিরের কাছাকাছি একটি চেকপয়েন্টে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের (এসডিএফ) সদস্যদের সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ বাধে। আইএসের তরফ থেকে বলা হয়েছে, ধর্মত্যাগীদের লক্ষ্য করেই ওই হামলা চালানো হয়েছে।

হাসাকেহ প্রদেশ থেকে আইএসকে হটাতে লড়াই করে যাচ্ছে এসডিএফের সদস্যরা। আইএসের হাত থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ তাবকা শহর পুরোপুরি নিয়ন্ত্রণে নেয়ার খুব কাছেই রয়েছে তারা।

Advertisement

খুব শিগগিরই রাক্কা শহরটি পুনর্দখলের জন্য অভিযান শুরু করবে এসডিএফের সদস্যরা।

টিটিএন/আরআইপি