বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস সম্প্রতি ভারত সফর করেছেন।
Advertisement
তবে এবার তার ভারত সফর অন্যবারের চেয়ে ভিন্ন মাত্রা পেয়েছে। এবার সফরে বিশ্বব্যাপী আলোচিত হচ্ছে একটি ছবিকে ঘিরে।
ছবিটি বিল গেটস নিজেই তার টুইটার অ্যাকাউন্টে আপলোড করেছেন। বিশ্বসেরা ধনী এই ব্যক্তির বিলাসবহুল জীবনে শান-শওকতের কমতি নেই।
কবে শীতাতপ নিয়ন্ত্রিত গাড়ি ছাড়া ভ্রমণ করছেন তা হয়তো তিনি মনে করতেও পারবেন না।
Advertisement
কিন্তু ভারত সফরে গেটস সাধারণ মানুষের খোলা অটোরিকশায় করে ঘুরে বেড়ালেন দিল্লিতে। তার এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
মাত্র ৯ ঘণ্টায় ছবিতে ১০ হাজার লাইক ও ৮শ’ টুইট পড়তে দেখা গেছে।বিল গেটস ভারতের উচ্ছসিত প্রশংসা করে বলেন, প্রতিবছর একবার অন্তত ভারত সফরের চেষ্টা করি। প্রতিবারই নতুন কিছু দেখে অনুপ্রাণিত হই।
গেটস এ টুইটের সঙ্গে জুড়ে দিয়েছেন আরেকটি ব্লগ, যেখানে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করেন।
তিন বছর আগে ভারতের স্বাধীনতা দিবসে মোদির দেয়া ভাষণ সম্পর্কে তিনি বলেন, মোদি যেভাবে বিভিন্ন স্পর্শকাতর বিষয় নিয়ে সাবলীল ও উন্মুক্তভাবে কথা বলছেন তা ভাবাই যায় না।
Advertisement
এমআরএম/আরআইপি