খেলাধুলা

চেন্নাইকে থামাল হায়দারাবাদ

চেন্নাই সুপার কিংসকে শনিবার রাতে ২২ রানে হারিয়েছে সানরাইজার্স হায়দারাবাদ। যদিও এই পরাজয়ে পয়েন্ট টেবিলে চেন্নাইয়ের অবনমন ঘটেনি। ৯ ম্যাচে ছয় জয়ে ১২ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষস্থানেই রয়েছে চেন্নাই। অন্যদিকে ৮ ম্যাচে চার জয়ে ৮ পয়েন্ট পাওয়া হায়দারাবাদের অবস্থান পাঁচ নম্বরে।এদিন হায়দারাবাদের ১৯২ রানের পিছু নিয়ে ২০ ওভারে ৬ উইকেটে চেন্নাইয়ের ইনিংস থামে ১৭০ রানে। কেউই ফিফটি করতে পারেননি। সর্বোচ্চ ৩৩ রান করেছেন ফ্যাফ ডু প্লেসিস ২২ বলে। এছাড়া ব্রাভো ২০ বলে ২৫, রায়না ১৫ বলে ২৩, ধোনি ২০ রান করেন। হেনরিকুইস ২০ এবং ভুবনেশ্বর কুমার ৩২ রানে পেয়েছেন ২টি করে উইকেট।এরআগে রাজিব গান্ধি স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে স্কোরবোর্ডে ১৯২ রান তোলে হায়দারাবাদ। বড় স্কোরের পেছনে বড় ভূমিকা দু’ওপেনার ডেভিড ওয়ার্নার এবং শিখর ধাওয়ানের। দু’জনে মিলে ৮.১ ওভারেই তুলে ফেলেন ৮৬ রান।দারুন ফর্মে থাকা অধিনায়ক ওয়ার্নার এদিনও ২৮ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস খেলেছেন। ১১ চারের পাশাপাশি ছক্কা মেরেছেন একটি। ৩২ বলে ৩৭ রান এসেছে ধাওয়ানের ব্যাট থেকে। এছাড়া ইংল্যান্ড ওয়ানডে অধিনায়ক ইয়ন মরগান ২৭ বলে ৩২, নোমান ওঝা ১২ বলে ২০, মোজেস হেনরিকুইস ৯ বলে করেন ১৯ রান। ডুয়েইন ব্রাভো ২৫ রানে নিয়েছেন ৩ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন আশিষ নেহরা, পাওয়ান নেগি এবং সুরেশ রায়না।পিআর

Advertisement