দিনাজপুরের বিরল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ`র গুলিতে নিহত গরু ব্যবসায়ী মো.আব্দুর রাজ্জাক (৪৫) এর লাশ ফেরত দিয়েছে। শনিবার রাত ১১টা ৪৫মিনিটে ধর্মজৈন বিওপিতে বিজিবি-বিএসএফ বৈঠকের পর লাশটি হস্তান্তর করেন ভারতীয় পুলিশ। ভারতের পক্ষে লাশটি হস্তান্তর করে গঙ্গারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমীর দেউ শাহ। বাংলাদেশের পক্ষে লাশটি গ্রহণ করেন বিরল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম। এসময় উভয় দেশের পুলিশ কর্মকর্তা ও সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।এর আগে শনিবার সকালে ধর্মজৈন বিওপির শুন্য রেখায় দু’দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-বিএসএফ এর মধ্যে বিওপি, কোম্পানি ও ব্যাটলিয়ান পর্যায়ে পতাকা বৈঠকে অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাই সরকার লাশ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় বিরল উপজেলার ধর্মজৈন সীমান্তের ৩২১নম্বর মেইন পিলারের সাব পিলার ১০/১১ সংলগ্ন এলাকায় মো.আব্দুর রাজ্জাক (৪৫) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হন। এসময় নিহতের লাশ বিএসএফ ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। এমদাদুল হক মিলন/এসএস/পিআর
Advertisement