জাতীয়

পেছালো সিলেট-শিলং-গৌহাটি বাস সার্ভিস

সিলেট-শিলং-গৌহাটি বাসসার্ভিস চালুর দিনক্ষণ পেছানো হয়েছে। শনিবার থেকে পরীক্ষামূলকভাবে দু’দেশের মধ্যে আনুষ্ঠানিক বাস সার্ভিস চালুর প্রক্রিয়া চূড়ান্ত থাকলেও অনিবার্য কারণবশত তা স্থগিত করা হয়েছে। তবে কবে থেকে এ সার্ভিস শুরু হবে এ বিষয়ে নির্ধারিত কোন দিনক্ষন জানা যায়নি। এদিকে, বাংলাদেশে নিযুক্ত চট্টগ্রাম ও সিলেট ডিভিশনের ভারতীয় ডেপুটি হাইকমিশনার সোমনাথ হালদার সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা শুল্ক স্টেশন ও ইমিগ্রেশন সেন্টার পরিদর্শন করেছেন।এসময় তিনি সাংবাদিকদের বলেন, বাস সার্ভিসসহ অনেকগুলো বিষয় প্রক্রিয়াধীন রয়েছে। চূড়ান্ত করে কিছু বলা ঠিক হবে না। চালু হলে উভয় দেশের জনগণ তা জানতে পারবেন।সোমনাথ হালদার বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধন সুদৃঢ়। এ বিষয়টি মাথায় রেখেই যাতায়াতে গতি আনতে ভারতের শেওলা ইমিগ্রেশনে ডিজিটাল মেশিন স্থাপন করা হচ্ছে। এটি চালু হলে এ পথে যাতায়াতকারীদের ভোগান্তি কমবে।প্রসঙ্গত, গত ২২ ফেব্রুয়ারি সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ঢাকা-সিলেট-শিলং-গৌহাটি রুটে পরীক্ষামূলক বাস সার্ভিস চালু করার সিদ্ধান্ত নেয়া হয়।পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভারত সরকারকে সিদ্ধান্তের বিষয়টি অবহিত করা হয়েছিল। এরই পরিপ্রেক্ষিতে ২ মে শনিবার থেকে পরীক্ষামূলকভাবে দু’দেশের মধ্যে আনুষ্ঠানিক বাস সার্ভিস চালুর প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছিল।এএইচ/পিআর

Advertisement