অর্থনীতি

ব্যাংকিং খাতের সক্ষমতা বাড়াতে বিআইবিএম-ইকলিফ সমঝোতা

বাংলাদেশের ব্যাংকিং খাতের সক্ষমতা বাড়াতে যৌথভাবে কাজ করবে  বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) এবং মালয়েশিয়ার দ্য ইকলিফ লিডারশিপ অ্যান্ড গভর্নেন্স সেন্টার। এ লক্ষ্যে দুই সংস্থার মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

Advertisement

মঙ্গলবার রাজধানীর মিরপুরে বিআইবিএম মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিআইবিএমের মহাপরিচালক ড. তৌফিক আহমদ চৌধুরী এবং ইকলিফের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাজীব পেশওয়ারিয়া।

এ সময় ঢাকাস্থ মালয়েশিয়ান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি এবং হেড অব চ্যান্সারি ইদহাম জুহুরি বিন মোহাম্মদ ইউনুস, বিআইবিএমের পরিচালক (প্রশিক্ষণ) ড. শাহ মো. আহসান হাবীবসহ বিআইবিএমের অনুষদ সদস্য এবং সরকারি-বেসরকারি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশের ব্যাংকিং খাতের সক্ষমতা উন্নয়নে ১৯৭৪ সাল থেকে কাজ করছে বিআইবিএম। ২০১৫ সাল থেকে এ বিষয়ে বিআইবিএম এবং ইকলিফ যৌথভাবে কাজ করছে। বিআইবিএম-ইকলিফ সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে এ ক্ষেত্রে নতুন মাত্রা যোগ হবে।

Advertisement

এমএ /এমএমজেড/ওআর/আরআইপি