আইন-আদালত

শাহাবুদ্দীন নাগরী ফের রিমান্ডে

রাজধানীতে ব্যবসায়ী নুরুল ইসলাম হত্যা মামলায় কবি শাহাবুদ্দীন নাগরী ও নিহতের স্ত্রী সুমিকে ফের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদ তাদের এ রিমান্ড মঞ্জুর করেছেন।

Advertisement

এর আগে তাদের আদালতে হাজির করে সুষ্ঠু তদন্তের জন্য আবারও ছয়দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে প্রত্যকের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ২৩ এপ্রিল নাগরী ও নিহতের স্ত্রী সুমির বিরুদ্ধে চারদিন করে রিমান্ড আবেদন মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম শেখ ছামিদুল ইসলাম। একই দিন মামলার অপর আসামি গাড়িচালক সেলিমকে কারাগারে পাঠানো হয়।

এছাড়া ১৭ এপ্রিল হত্যা মামলার এই তিন আসামিকে পাঁচদিন করে রিমান্ডের আদেশ দেন আদালত। গত ১৩ এপ্রিল রাজধানীর এলিফ্যান্ট রোডের ১৭০/১৭১ ডোম-ইনো অ্যাপার্টমেন্টে নিজ বাসায় খুন হন ব্যবসায়ী নুরুল ইসলাম।

Advertisement

এ ঘটনায় গত ১৪ এপ্রিল নিহতের বোন শাহানা রহমান কাজল বাদী হয়ে নিউমার্কেট থানায় একটি মামলা করেন। মামলায় নিহতের স্ত্রী সুমি, স্ত্রীর বন্ধু শাহাবুদ্দিন নাগরীসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়। পরে ১৭ এপ্রিল নাগরীকে রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

জেএ/এমএমএ/ওআর/পিআর