বিনোদন

মাহীর দাম ৫ কোটি!

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহী অভিনীত ‘অগ্নি’র সফলতার পর ঘোষণা আসে ‘অগ্নি’ সিকুয়েল ‘অগ্নি-২’ এর। তবে এ ছবিটি কলকাতার এসকে মুভিজ ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে। ইতোমধ্যে অর্ধেক কাজ শেষ হয়েছে।প্রথম দিকে ‘অগ্নি-২’র বাজেট জানা না গেলেও এখন জানা যাচ্ছে ছবিটির বাজেট নির্ধারণ করা হয়েছে সাত কোটি টাকা। যৌথ প্রযোজনায় এটিই সবচেয়ে বড় বাজেট। এর আগে বাংলাদেশের যৌথ প্রযোজনায় অনেক ছবি হলেও এতো বড় বাজেট নিয়ে ছবি নির্মাণ করতে দেখা যায়নি।‘অগ্নি’তে অভিনয় করেছিলেন মাহিয়া মাহী ও আরিফিন শুভ। কিন্তু ‘অগ্নি ২’-এ মাহীর সঙ্গে প্রথম জুটি বেঁধে অভিনয় করছেন ওম। ছবির ৮০ ভাগ শুটিং শেষ হয়েছে। থাইল্যান্ডের পর বর্তমানে ছবিটির শুটিং চলছে কলকাতায়।ছবিটির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু।বিএ/আরআইপি

Advertisement