আন্তর্জাতিক

নাগরিকদের ইউরোপ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা

নাগরিকদের ইউরোপ ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। সোমবার স্টেট ডিপার্টমেন্টের এক বিবৃতিতে নতুন এই সতর্কতা জারি করা হয়েছে।

Advertisement

এক সতর্কতায় জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ে ইউরোপজুড়ে সন্ত্রাসী হামলার বিষয়ে মার্কিন নাগরিকদের সতর্ক থাকা উচিত।

ফ্রান্স, রাশিয়া, সুইডেন এবং যুক্তরাজ্যের কথা উল্লেখ করে ওই সতর্কতায় বলা হয়েছে, জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এবং আল কায়েদা ইউরোপে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছে এবং তারা যে কোনো স্থানে হামলা চালাতে পারে।

এর আগেও নাগরিকদের ইউরোপ ভ্রমণে সতর্কতা জারি করেছিল যুক্তরাষ্ট্র। পরে ফেব্রুয়ারিতে ওই সতর্কতা তুলে নেওয়া হয়।

Advertisement

স্টেট ডিপার্টমেন্ট সোমবার জানিয়েছে, সুনির্দিষ্ট কোনো হুমকির কারণে এ সতর্কতা জারি করা হয়নি। সাম্প্রতিক সময়ে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের ওপর ভিত্তি করেই এই সতর্কতা জারি করা হয়েছে।

স্টেট ডিপার্টমেন্ট সতর্ক করে বলেছে, মল, সরকারি ভবন, হোটেল, ক্লাব, রেস্তোরাঁ, ধর্মীয় উপাসনার স্থান, পার্ক, বিমানবন্দর এবং অন্যান্য স্থানে সন্ত্রাসী হামলা চালানো হতে পারে।

টিটিএন/পিআর

Advertisement